পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন

তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন। “জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সপ্তাহ ব্যাপী মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি উপজেলা ভাইচ চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, দৌলতুন নাহার দোলন, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।

মৎস্য চাষের সুফল কিভাবে চাষীরা পাবে এ নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, মৎস্য চাষীদের মধ্য থেকে অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল প্রমুখ।

সভার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভাশেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক। এছাড়া মৎস্য চাষে অধিক মাছ কিছাবে চাষ করা যায় এ নিয়ে সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষনা দেন উপজেলা মৎস্য কর্মকর্তা।



মন্তব্য চালু নেই