পাঁচবিবিতে একটি বাড়ি একটি খামাড় প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত
তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বাড়ি একটি খামাড় প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত। একটি বাড়ি একটি খামাড় প্রকল্পের আয়োজনে বুধবার গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার, সভাপতি, মহিলা সদস্যদের নিয়ে ব্যবস্থাপনা ও আয় বর্ধক কর্মকান্ড, সৃজন সংক্রন্ত ২ দিন ব্যাপী প্রশিক্ষণ বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে পল্লী সঞ্চয় ব্যাংকের শেয়ার সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
প্রকল্প ম্যানেজার আব্দুর মুমিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আর ফারুক, জয়পুহাট পল্লী উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক আব্দুস সবুর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোর্কারম হোসেন চৌধুরী প্রমুখ।
মন্তব্য চালু নেই