পহেলা ফাল্গুনে সুদীপ বিশ্বাস ও লাক্স তারকা নাদিয়ার ‘আমাদের গল্পটা..’
পহেলা ফাল্গুনে আসছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমাদের গল্পটা..’।
এতে অভিনয় করেছেন চ্যানেল আই লাক্স তারকা নাদিয়া আফরিন মিম ও সুদীপ বিশ্বাস দ্বীপ। ফরিদ বাশার শাফিন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আবু সালেক লিমন।
পরিচালক জানান, বিনোদন বাক্স এর ব্যানারে নির্মিত ‘আমাদের গল্পটা..’ স্বল্পদৈর্ঘ্য চলচিত্রটির মিডিয়া পার্টনার
অনলাইন ইংরেজি ম্যাগাজিন ‘ব্রেকিং বিডি’ ও খেলাধুলা বিষয়ক দেশের সবচেয়ে জনপ্রিয় গ্রুপ ‘খেলাধুলার খুঁটিনাটি’।
আগামী পহেলা ফাল্গুনে ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা-২০১৪ এর সেরার মুকুট অর্জন করেন নাদিয়া। এরপর থেকেই মিডিয়ায় নিয়মিত পদচারণা তার। এক কথায় ছোট পর্দায় ব্যস্ত সময় পার করছেন এই তারকা সুন্দরী। গ্ল্যামার ও অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে দর্শক জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছেন তিনি। এক ঘণ্টার নাটক, টেলিফিল্মের পাশাপাশি চুটিয়ে অভিনয় করছেন ধারাবাহিক নাটকেও। এছাড়া বিজ্ঞাপনচিত্রে তার উপস্থিতি চোখে পড়ার মতো।
অন্যদিকে সুদীপ বিশ্বাস দ্বীপও এক ঘণ্টার নাটক, টেলিফিল্মের পাশাপাশি চুটিয়ে অভিনয় করছেন ধারাবাহিক নাটকে।
মন্তব্য চালু নেই