পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম জুন থেকে

বিশেষায়িত পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম জুন মাসে শুরু হচ্ছে। ইতিমধ্যে এ ব্যাংকের চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত এমডি নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংকের জনবল নিয়োগের প্রক্রিয়ার জন্য মন্ত্রণালয়ে থেকে নিয়ম বিধি তৈরি হচ্ছে।

নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এ জন্য একটি সার-সংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধামন্ত্রী যে তারিখ (সময়) নির্ধারণ করবেন সেই দিন থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে

বৃহস্পতিবার একটি বাড়ি একটি খামার প্রকল্পের (পল্লী সঞ্চয় ব্যাংক) অফিসে সংবাদ সম্মেলনে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার এসব তথ্য জানান।

প্রশান্ত কুমার বলেন, ‘পল্লী সঞ্চয় ব্যাংকের মুলধন হচ্ছে ২০০ কোটি টাকা। বাকি ১০২ কোটি টাকা সরকার দেবে। অন্যান্য বাংকের চেয়ে এ ব্যাংকটিকে বিশেষ ব্যাংক করা হয়েছে। যখন ব্যাংক কার্যক্রম শুরু করবে তখন একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতির সদস্যরা এ ব্যাংকের সদস্য হবেন।’

প্রশান্ত কুমার বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সারা দেশে দারিদ্র জনগোষ্ঠী বাছাই ও তাদের গ্রাম উন্নয়ন সমিতিতে সংগঠিত করে এবং তাদের স্থায়ী দারিদ্রবিমোচনের জন্য তহবিল গঠন করে দিয়েছে সরকার। দেশের ৪৮৪টি উপজেলার ৪ হাজার ৫০৩টি ইউনিয়নের ৪০ হাজার ৫২৭টি ওয়ার্ডে একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ প্রকল্পের আওতায় গঠিত হয়েছে ৪০ হাজারেরর বেশি গ্রাম উন্নয়ন সমিতি। সদস্য সংখ্যা ২৫ লাখ এবং মোট জনসংখ্যার প্রায় ১ কোটি ২৫ লাখ।’

পরিচালক বলেন, ‘এ প্রকল্পের মাধ্যমে ৩০ ভাগ দরিদ্র জনগোষ্ঠী দারিদ্র্যমুক্তির সুযোগ পাচ্ছে। সমিতির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর তহবিল গঠনের প্রক্রিয়ায় সদস্যরা ৬৯২ কোটি টাকা সঞ্চয় করেছে। সরকার তাদের সঞ্চয়ের বিপরীতে বোনাস প্রদান করেছে ৫৮৯ কোটি টাকা এবং আবর্তক তহবিল প্রদান করছে ৮১৯ কোটি টাকা। এতে মোট তহবিল দাড়িয়েছে ২১০০কোটি টাকা।



মন্তব্য চালু নেই