পলাতক যুদ্ধাপরাধীদের ফেরাতে প্রয়াস অব্যাহত আছে : ওবায়দুল কাদের

যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমার কাছে মনে হয়, আপনারা সময় মতো এ ব্যাপারে সুসংবাদ পাবেন।’

বুধবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা সেরা সন্তানদের হত্যা করেছে, তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় তাদের তো বিচারকার্য শুধু সম্পন্নই হয় নাই, তাদেরএক্সিকিউটও (দণ্ড কার্যকর) করা হয়েছে। বাইরে যারা আছে তাদেরও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করা হবে না, সব অপরাধীকে শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে। তাদের সন্তানরা এখনও জীবিত। জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।



মন্তব্য চালু নেই