পরীক্ষা দিতে অ্যাডমিট কার্ড পেল গরু !
জম্মু ও কাশ্মীরে এক সরকারি ডিগ্রি কলেজের পরীক্ষায় অংশ নেয়ার জন্য একটি গরুকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই এই পরীক্ষা হওয়ার কথা। তার আগে গরুর নামে অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ায় বিতর্কে প্রশাসন।
১০ মে পলিটেকনিকের ডিপ্লোমার পরীক্ষায় একটি বাদামি রঙের গরুর নামে অ্যাডমিট কার্ড ইস্যু করেছে বোর্ড অফ প্রফেশনাল এন্ট্রান্স একজ্যামিনেশনস বা বি ও পি ই ই।
অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে, ওই গরুর মায়ের নামও। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র জুনেইদ আজিম মাট্টু ট্যুইটারে অ্যাডমিট কার্ডটির ছবি পোস্ট করেন।
মন্তব্য চালু নেই