পরীক্ষা ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি

এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে।

এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

প্রসঙ্গত, গতবছরও পরীক্ষার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। এবার ১ ডিসেম্বর থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, সেশনজট নিরসনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি ২০১৮ সালের মাঝামাঝি বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ সেশনজট মুক্ত করা হবে। এরই ধারাবাহিকতায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি প্রক্রিয়ার সূচি ঘোষণা করা হয়েছে।



মন্তব্য চালু নেই