‘পরীক্ষার সময় অবরোধের সিদ্ধান্ত লিয়াজোঁ কমিটির’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘এসএসসি পরীক্ষার সময় অবরোধের বিষয়ে ২০ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি সিদ্ধান্ত নেবেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় বেরিয়ে এলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাত সোয়া ৮টার দিকে তিনি গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন— দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সারোয়ারি রহমান ও ড. আবদুল মঈন খান।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা খালেদা জিয়াকে সমবেদনা জানাতে এসেছিলাম। এ সময় কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।’

আরাফাত রহমান কোকোর কুলখানি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’



মন্তব্য চালু নেই