পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন বিএ অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিয়ম অনুযায়ি পরীক্ষা অনুষ্ঠিত হবার ৪৫ দিন পূর্বে রুটিন প্রদান করার কথা। কিন্তু আকস্মিকভাবে পরীক্ষার মাত্র ১৫ দিন সময় দিয়ে পরীক্ষার রুটিন প্রদান করা হয়েছে। রুটিন অনুযায়ি চতুর্থ বর্ষের পরীক্ষার সময়ই অনুষ্ঠিত হবে তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা।

ফলে যে সকল শিক্ষার্থীরা চতুর্থ বর্ষের ফাইনাল পরিক্ষায় অংশগ্রহন করবে আবার তৃতীয় বর্ষের মানোন্নয়ন পরীক্ষায়ও অংশ নেবে তাদের যেকোন একটি পরিক্ষায় অনুপস্থিত থাকতে হবে। কারন একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা। ফলে অধিকাংশ শিক্ষার্থীকেই শিক্ষাজীবনের একটি বছর হারাতে হবে।



মন্তব্য চালু নেই