কালকিনিতে পরীক্ষায় ফেল করায় শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে অন্য শিক্ষার্থীদের বিক্ষোভ মে

এবারের এস,এস,সি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় মাদারীপুরের কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকরীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে গতকাল বৃহশস্পতিবার দুপুরে ২ শতাধিক শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় উক্তেজিত শিক্ষার্থীদের কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্দু বালা হামলা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসুচি স্থাগিত করে।

শিক্ষার্থীদের অভিযোগ সুত্রে যানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শিক্ষকদের অবহেলার অভিযোগে স্কুলের ৩ শিক্ষক ওপর হামলা চালায় ফেল করা শিক্ষার্থীরা। এ ঘটনায় স্কুলের শিক্ষক, অভিবাবক, শিক্ষার্থী ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদেরমধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় কালকিনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়াম্যান তৌফিকুজ্জামান শাহিন ৫জন ছাত্রের নাম উল্লেখ করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত রেখে থানায় সাধারন ডায়রী করেন।



মন্তব্য চালু নেই