পরীক্ষার মাধ্যমে কলেজে ভর্তি নিতে হাইকোর্টে রিট

এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ রিট আবেদনটি দায়ের করেন।

ইউনুস আলী আকন্দ বলেন, পরীক্ষার মাধ্যমেই ভর্তি করাতে হবে। কারণ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা সংবিধানের কয়েকটি ধারার সঙ্গে সাংঘর্ষিক।

এর আগে গত ১ জুন মেধা তালিকার ভিত্তিতে কলেজে ভর্তির জন্য নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালার ৩.১, ৪.১, ৪.২, ৫.৩, ৯.১, ও ৯.৩ এই ছয়টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন হলিক্রস, নটর ডেম ও সেন্ট জোসেফ কলেজের তিন অধ্যক্ষ।

শুনানি শেষে গত ৮ জুন আদালত এই তিন কলেজের জন্য নীতিমালার কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। এ ছাড়া এ ছয়টি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও চার সপ্তাহের রুল জারি করেন আদালত।



মন্তব্য চালু নেই