পরিবেশ বান্ধব স্কুটার ‘গোগোরো’

মোটর সাইকেলের তুলনায় স্কুটার অনেকটাই নিরাপদ বাহন। বিশেষ করে স্কুটারের গতি মোটর বাইকের চেয়ে মসৃণ। আর এটিতে শব্দও কম হয়। সম্প্রতি সারা বিশ্বে বিদ্যুৎচালিত স্কুটারের কদর বেড়েছে। এরই ধারাবাহিকতায় গোগোরো স্মার্ট স্কুটার নামের একটি প্রতিষ্ঠান বিদ্যুৎ চালিত স্কুটার তাইয়ানের বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে।

এই স্কুটারটি দেখতে যেমন স্টাইলিশ, তেমনি দারুণ কাজের। এই স্কুটারটির ব্যাটারি সহজেই খুলে ফেলা যায়। ফলে স্কুটারটি গ্যারেজে রেখে ব্যাটারিটি বাসায় নিয়ে চার্জ দেয়া যায়।

এই গ্রীষ্মে তাইওয়ানের রাজধানী তাইপের বাজারে স্কুটারটি অবমুক্ত করা হবে। কোম্পানিটি স্কুটার তৈরির জন্য একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে। ব্যবহারকারীদের কাছ থেকে ভালো সারা পেলে বিভিন্ন মডেলের স্কুটার তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটি।



মন্তব্য চালু নেই