‘পরিবার বাড়ছে’ প্রিয়াঙ্কা চোপড়ার!

লাখ লাখ ফ্যানদের ধন্যবাদ জানানোর এক নতুন পন্থা বেছে নিলেন ‘বাজিরাও মাস্তানি’র কাশিবাঈ৷ ডনের ‘জঙ্গলি বিল্লি’ ইন্স্টাগ্রামের নতুন ছবিই তাঁর ধন্যবাদ৷ আর এ ছবিতে সব অনুগামীর নামের মধ্যেই ফুটে উঠেছে তাঁর অবয়ব৷
সোশাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানানোর ঘটনা এই প্রথম না৷ বহু স্বনামধন্য ব্যক্তিরা ফেসবুক – টুইটার – ইন্সটাগ্রাম কে অভিনন্দন জানানোর মাধ্যম হিসেবে বেছে নেন৷ অভিনন্দন জানানোর কায়দা-কানুনও থাকে নানারকম৷ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও তাতে যোগ করলেন নতুন মাত্রা৷ ‘কোয়ান্টিকো’র অভিনেত্রীর মিস ওয়ার্ল্ড হওয়ার এটাই ১৫ বছর৷ ইন্সটাগ্রামে তাঁর ভক্তদের নিজের পরিবারের সদস্য হিসেবে গণ্য করে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সেই পরিবার বাড়ার কথাই জানিয়েছেন এই পোস্টে৷৷
ইন্সটাগ্রামে ৪ মিলিয়ন ফলোয়ার যাঁর, সেই প্রিয়াঙ্কা কিন্তু কাজের চাপে যথেষ্টই ক্লান্ত ৷ কিন্তু সে ক্লান্তিও দমিয়ে রাখতে পারেনি পর্দার ‘মেরি কম’কে৷ আর সে নিয়ে যথেষ্টই গর্বিত ‘বরফি’র ঝিলমিল।

সূত্র: কলকাতা



মন্তব্য চালু নেই