পরিবারপ্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের প্রস্তাব রেখে আইন হচ্ছে
পরিবারপ্রতি গাড়ির সংখ্যার উর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রেখে সড়ক পরিবহণ আইন-২০১৫ এর খসড়া প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের প্রশ্নের জবাবে এ কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী জানিয়েছেন, মোটর ভেহিকল অর্ডিন্যান্স, ১৯৮৩-এর পরিবর্তে দুটি ভিন্ন আইন- ‘বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ আইন, ২০১৫ ও সড়ক পরিবহণ আইন-২০১৫’ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ওবায়দুল কাদের জানান, পরিবারে একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না, এই মর্মে নিষেধাজ্ঞা জারির বিষয়ে এখন পর্যন্তও কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
মন্তব্য চালু নেই