পরিবহন ধর্মঘট প্রত্যাহার
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনগুলো। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন শ্রমিক, মালিক সংগঠনগুলোর সঙ্গে সরকারের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের এক চালক ও চেকারকে আটক এবং শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে এ ধর্মঘট শুরু হয়।
মন্তব্য চালু নেই