“মা নিজের সন্তানকে বুকে তুলে নিন, প্লিজ”

পরিত্যক্ত অবস্থায় নবজাতক ফুটফুটে শিশুপুত্র উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় ফুটফুটে নবজাতক এক শিশু পুত্র পাওয়া গিয়েছে। বুধবার সকাল ১১টার দিকে কলারোয়া হাসপাতাল মসজিদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। কে বা কারা কিংবা অজ্ঞাত কারণে তার ওই স্থানে শিশুটিকে ফেলে রেখে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের পর কেউ নিজের সন্তান বলে দাবি না করায় সেই মুহুর্তেই ১৫/২০জন লোকজন লোক জড়ো হয়ে শিশুটিকে নেয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে। শিশুটি দেখতে কোমল ও ফুলের মতো সুন্দর হওয়ায় যেকেউ তার দিক থেকে দৃষ্টি সরাতে পারছে না। শিশুটি উদ্ধারের পর পিতা-মাতার সন্ধান না পাওয়ায় স্থানীয়রা থানায় খবর দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদারের নেতৃত্বে উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করেন। শেখ ফারুক হোসেন জানান, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আলাপ-আলোচনার পর বর্তমানে শিশুটিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের চান্দা গ্রামের ইবাদুল সরদারের স্ত্রী শারমিন খাতুনের কাছে সামায়িক ভাবে দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে। এদিকে, শিশুটিকে উদ্ধারের পর বিষয়টি টক অব দ্যা কলারোয়ায় পরিণত হয়। কী কারণে মমতাময়ী মা নিজের সন্তানকে ফেলে রেখে গেছেন কিংবা অন্য কেউ ফেলে রেখে গেছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সবারই একটাই প্রত্যাশা- কোমল ওই শিশুটি যেন নিজের মায়ের কোলে ফিরতে পারে, যতো বিপত্তিই থাকুক না কেন। “মা নিজের সন্তানকে বুকে তুলে নিন, প্লিজ”- এমই আশা ব্যক্ত করলেন কেউ কেউ।



মন্তব্য চালু নেই