পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে নতুন জাপানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।
বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন রাষ্ট্রদূত ওয়াতানাবে। বৈঠকে তিনি বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার প্রধান লক্ষ্য হবে দু’দেশের চলমান সহযোগিতার সর্ম্পক জোরদার ও সম্প্রসারণ করা।
সম্প্রতি বাংলাদেশে জাপানের বিনিয়োগকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ২৩০ থেকে ২৪০ এ উন্নীত হয়েছে বলে জানান তিনি। আর তৈরি পোশাক, খাদ্য ও মৎস্য প্রক্রিয়াকরণ, মোটর সাইকেল ও খেলনাসহ অন্যান্য শিল্পে তারা বিনিয়োগ করছেন বলেও জানান।
এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ঢাকা সফরে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূতকে জানান পররাষ্ট্র মন্ত্রী।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় জাপানি রাষ্ট্রদূত।
মন্তব্য চালু নেই