পপত্মীতলায় ৩২৬টি পরিবারে বিদ্যুতায়নের উদ্বোধন

মোসা: শিউলি খাতুন, পত্মীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্মীতলায় ৩২৬টি পরিবারে বিদ্যুতের আলোয় আলোকিত করণ করা হয়েছে।

গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দিবর ইউনিয়নের উত্তর রামপুর উচ্চ বিদ্যালয় ও উত্তর রামপুর গ্রামবাসীর আয়োজনে দিবর ইউপি আ.লীগ সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে উক্ত বিদ্যুতায়ন উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পত্মীতলা-ধামইরহাট এলাকার সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ শহিদুজ্জামান সরকার। বিশেষ অতিথির বক্তব্য দেন- নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-২, সদর দপ্তর পত্মীতলার জেনারেল ম্যানেজার মকবুল হোসেন, উপজেলা আ.লীগ সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ ফকির, উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, নজিপুর পৌরসভার মেয়র মো: রেজাউল কবির চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, দিবর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নওগাঁ পুলিশের সিনিয়র সহকারী এএসপি ইয়াছিন আলী, পত্মীতলা থানা ওসি আজিম উদ্দীন, উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও যুবলীগ নেতা বিমান কুমার দাস, সিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাক হোসেন, পত্মীতলা ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী, পল্লীবিদ্যুতের সাপাহার এরিয়া অফিসের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার মহির উদ্দিন, পল্লীবিদ্যুতের পত্মীতলা ওয়ারিং ইন্সপেক্টর শাহ আলম, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান, উপজেলা ছাত্রলীগের আয়বাহক রাসেল হোসেন ও রাহাত হোসেন, ছাত্রলীগ নেতা বিলাস হোসেনসহ উপজেলা আ.লীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, দিবর ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের ১৪২টি পরিবার, বনগ্রামের ১১৬টি পরিবার ও চকসহবত গ্রামের দক্ষিণ পাড়ায় ৫৩টি পরিবার এবং পত্মীতলা ইউনিয়নের রসূলপুর আদিবাসী পাড়ায় ১৫টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছেন।



মন্তব্য চালু নেই