পদ্মা সেতু প্রকল্পেও জঙ্গি হামলার টার্গেট থাকতে পারে: মুন্সীগঞ্জে সেতুমন্ত্রী
নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : পদ্মা সেতু প্রকল্পেও জঙ্গি হামলার টার্গেট থাকতে পারে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। তবে শঙ্কিত নই। প্রকল্প এলাকায় নিরাপত্তা বিধানে ব্যাপক প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর।
রোববার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছির পদ্মা সেতু প্রকল্প এলাকার সার্ভিস এরিয়ায় সেনা, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রকল্প এলাকার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়। এটি দেশের একটি গর্বের প্রকল্পও বটে। ইতোমধ্যে মূল সেতুর ২০পাইল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং সেতু প্রকল্পের সার্বিক কাজের ৩৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ, ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল হামিদ, এএসপি (শ্রীনগর সার্কেল) সামসুজ্জামান বাবু প্রমুখ।
মন্তব্য চালু নেই