পদ্মা সেতুর মূল কাজ ৩০ ভাগ সম্পন্ন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর মূল কাজ ইতোমধ্যে ৩০ শতাংশ সম্পন্ন হয়েছে। ৪নং পিলারের পাইলিং কাজ শেষ হয়েছে, আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ৫নং পিলারের পাইলিং কাজ। পদ্মা সেতু নির্মাণে আর কোনো বাধা নেই বলেও জানান মন্ত্রী।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দোগাছি পদ্মা সেতুর প্রকল্প সার্বিস এরিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সেনাবানিকে ডেপজি ওয়ার্ক হিসেবে দুইটি ফোরলেনের কাজ দেওয়া হয়েছে। পোস্তগোলা থেকে মাওয়া পর্যন্ত ফোরলেনের কাজ করছে সেনাবাহিনী। এ কাজের জন্য নতুন করে জমি অধিগ্রহণের দরকার পড়বে না, কারণ জমি আগেই অধিগ্রহণ হরা হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার কর্নেল মো. যোবায়ের সারোয়ার, নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন ও তারেক ইকবাল।
মন্তব্য চালু নেই