পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করুন : হাইকোর্ট

পদ্মা সেতু নির্মাণ চুক্তিতে দুর্নীতির গুজব ছড়িয়ে মিথ্যা গল্প সাজানো নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার ব্যাপারে রুল জারি করেছেন হাইকোর্ট।

১৯৫৬ সালের অনুসন্ধান আইন অনুযায়ী কমিশন বা কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে এই রুল জারি করেন হাইকোর্ট। ষড়যন্ত্রকারী এসব নেপথ্যের কুশীলবদের কেন বিচারের মুখোমুখি করা হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ এর বেঞ্জ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আগামী ২০ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রুলে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, যোগাযোগ সচিব, পুলিশের আইজি আর দুদক এর চেয়ারম্যানকে কমিশন গঠনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একটি জাতীয় দৈনিকে চলতি মাসে প্রকাশিত ‘ইউনূসের বিচার দাবি, ক্ষমা চাওয়ার আহ্বান’ শীর্ষক প্রতিবেদনটি আদালত আমলে নিয়ে এ রুল জারি করেন।



মন্তব্য চালু নেই