পদ্মা সেতুকে ‘শেখ হাসিনা সেতু’ নামকরণের দাবি
নির্মাণাধীন পদ্মা সেতুকে ‘শেখ হাসিনা সেতু’ নামে নামকরণের দাবিসহ ১০ দফা দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ দল।
জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার এক মানববন্ধন কর্মসূচি পালনকালে তারা এ দাবিগুলো তুলে ধরেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১২ রবিউল আওয়ালে বিশ্বছুটি ঘোষণার উদ্যোগ গ্রহণ, সবশ্রেণির পাঠ্যপুস্তকে মুহাম্মদ (সা.) এর জীবনী সংযুক্ত করা, এর উপর জাতীয় গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা ইত্যাদি।
মানববন্ধনে দাবি তুলে ধরেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী। এ সময় বিভিন্ন ইসলামিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই