পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত

ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় পদ্মা নদীতে দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় বিপদসীমার কাছাকাছি চলে এসেছে পানির উচ্চতা।

শনিবার দুপুর পর্যন্ত এই পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৪ দশমিক ৮ সেন্টিমিটার। পানির বিপদসীমা ধরা হয় ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নৈমূল হক জানান, ফারাক্কার কারণে পানি বৃদ্ধি হলেও আতঙ্কের কোনো কারণ নেই। অতীতে এর চেয়ে বেশি পানির প্রবাহ ছিল। গত ২৫ আগস্ট হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার, ২৬ আগস্ট ১৪ দশমিক ৮ সেন্টিমিটার এবং ২৭ আগস্ট তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৬ সেন্টিমিটার।

নিয়োজিত পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী আব্দুল হামিদ জানান, পানি প্রতিনিয়ত বেড়ে চলেছে।

ব্রিজ এলাকার দোকানদার হাশেম প্রামানিক (৬২) বলেন, এতো অল্প সময়ে পানি বৃদ্ধি এর আগে আমরা হতে দেখি নাই। মৌসুমে পানি বাড়ে কিন্তু ধীরে। এবার বাড়ছে দ্রতগতিতে।



মন্তব্য চালু নেই