পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছেন ড. ইউনুস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. ইউনুস সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে দিয়ে ফোন করিয়ে পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছেন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে নিমগাছী সমাজভিত্তিক মৎসচাষ প্রকল্পে গ্রামীণ প্রতিষ্ঠানের দুর্নীতির প্রতিবেদন পর্যালোচনার সময় শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রথম দিকে বিশ্বব্যাংক নিজে সিদ্ধান্ত না নিলেও পরবর্তীতে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। ইউনুস হিলারিকে দিয়ে ফোন করিয়ে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছেন। বিষয়টি নিয়ে আমাকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে।
মন্তব্য চালু নেই