পদ্মাসেতুতে চাকরির নামে প্রতারণা, ভুয়া মেজর আটক
রাজশাহী: পদ্মা সেতুতে চাকরি দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ভুয়া মেজর সিরাজুল হক চৌধুরী হেনাকে (৫০) আটক করেছে র্যাব। সিরাজুল হক নওগাঁর নীন্দইল গ্রামের মৃত এমদাদ হক চৌধুরীর ছেলে।
বুধবার দিনগত রাতে নগরের উপশহর ২ নম্বর সেক্টরের ২৫৩ বাড়ি থেকে র্যাব সদস্যরা তাকে আটক করে। বৃহস্পতিবার বিকেলে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব।
র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, সিরাজুল হক চৌধুরী হেনা পদ্মা সেতুতে চাকরি দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ আদায় করেন।
নিজেকে মেজর পরিচয় দিলেও তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। টাকা নিয়ে চাকরি দিতে ব্যর্থ হলে প্রতারণার শিকার পবা উপজেলার মুরারীপুর গ্রামের সেন্টু আলীর ছেলে সাজেমুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ দেয়। পরে র্যাব সদস্যরা বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়।
পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
মন্তব্য চালু নেই