‘পদ্মার ভাঙ্গনে সেতু নির্মাণকাজ কোনো ভাবেই বাঁধাগ্রস্থ হবে না’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পদ্মা নদীর চিরায়ত রূপ অনুযায়ী বর্ষার শুরুতে আকস্কিক ভাঙ্গন দেখা দিলেও পদ্মা সেতু প্রকল্পের মূল সেতুর নির্মাণকাজ কোনো ভাবেই বাঁধাগ্রস্থ হবে না। ভাঙ্গন দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙ্গনরোধে জিও ব্যাগ (বালির বস্তা) ফেলে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে বিশ হাজার বস্তা ফেলা হয়েছে।

ভাঙ্গন প্রতিরোধে আরো প্রায় ৫ লাখ বালির বস্তা ফেলা হবে বলে জানান তিনি। বুধবার দুপুরে মুন্সীগঞ্জস লৌহজং উপজেলার মাওয়া কুমারভোগ এলাকায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকসন ইয়ার্ডের আকস্মিক ভাঙ্গন পরিদর্শনকালে এসব কথা বেলন মন্ত্রী। এ সময় তিনি আরো বলেন- এখন পরীক্ষামূলকভাবে সেতুরে পাইলিং স্থাপনের কাজ চলছে। চলতি বছরের অক্টোবওে মূল পাইলিং স্থাপনের কাজ শুরু হবে। ২০১৮ সালের মধ্যেই সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে আবারো আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।

নদী ভাঙ্গন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রীঅ বলেন-এই ভাঙ্গন সাময়িক। বড় কোনো ভাঙ্গনের আশঙ্কা নেই। এ সময় মন্ত্রী সঙ্গে সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের প্রধান বিশেষজ্ঞ রবাার্ড এভস ও পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত সোমবার রাত থেকে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকসন ইয়ার্ডের আকস্মিক ভাঙ্গন দেখা দেয়। কয়েক দফা ভাঙ্গনে ওই এলাকার প্রায় একহাজার ফিট এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে ভাঙ্গন হুমকিতে রয়েছে পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকসন ইয়ার্ড।



মন্তব্য চালু নেই