পদ্মার প্রবল স্রোতে চারটি ফেরিঘাট নদীতে বিলীন, পারাপার বন্ধ
পদ্মার প্রবল স্রোতে রাজবাড়ীর দৌলতদিয়ায় চারটি ফেরিঘাট নদীতে বিলীন হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ-বিআইডিব্লিউটিসি। নদীর দুই তীরেই আটকা পড়েছে শত শত যানবাহন। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে।
সকাল ১০টার দিকে বিআইডিব্লিউটিসি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে। এই অবস্থায় রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগে অচলাবস্থার তৈরি হয়েছে। বিকল্প পথে মুন্সিগঞ্জের মাওয়া হয়ে বা বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করার পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিসি।
মন্তব্য চালু নেই