পদবঞ্চিত কর্মীদের ধৈর্যধারণ করার আহবান চবি ছাত্রলীগ সভাপতির

সাফাত জামিল শুভ, চবি প্রতিনিধি : নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীদের ধৈর্যধারণ করে সংগঠনের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু। আংশিক কমিটি গঠনের প্রায় এক বছর পর গতকাল চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ।কিন্তু কমিটিতে স্থান না পাওয়ায় অনেক নেতা-কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

পদবঞ্চিত নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলমগীর টিপু বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আজকের দৃঢ় অবস্থানের জন্য প্রতিটি ছাত্রলীগ কর্মীর অবদান অনস্বীকার্য। কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে বাঁধাধরা নিয়ম থাকায় হয়তো অনেকে দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়েছেন।এজন্য হতাশ হওয়ার কিছু নেই।শীঘ্রই হল ও ফ্যাকাল্টি কমিটিতে যার যার যোগ্যতা অনুযায়ী অবশ্যই স্থান দেয়া হবে এবং সকল কর্মীকে যথাযুক্ত মূল্যায়ন করে চবি ছাত্রলীগকে মেধা ও সাহসিকতার মডেল হিসেবে গড়ে তোলা হবে।”

সংগঠনের ঐক্য ও সুনাম রক্ষার ব্যাপারে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের কঠোর অবস্থানের কথা স্মরণ করিয়ে চবি ছাত্রলীগ সভাপতি বলেন “যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যদি কাউকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয় তখন চবি ছাত্রলীগের পক্ষ থেকে কিছু করার থাকবে না।” অসন্তোষ প্রকাশ করা নেতা কর্মীদের আন্দোলনে জামাত-শিবির অপশক্তি সুযোগ নিতে পারে বলেও সতর্ক করেন তিনি।



মন্তব্য চালু নেই