পদত্যাগ করলেন জাতীয় ক্রিকেট দলের কোচ

জাতীয় দলের খারাপ পারফরমেন্সের পর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বর্তমান কোচ শেন জার্গেনসেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বলে জানা গেছে। সোমবার বোর্ডের এক আলোচনা সভার আগে বিসিবি সূত্রে এই খবর শোনা যায়।

এ বছর বাংলাদেশের পারফরমেন্স মোটেই ভাল ছিল না। অনেকেই খেলোয়াড়দের পাশাপাশি কোচের ট্যাকটিস নিয়েও প্রশ্ন তুলেছে। তাছাড়া বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বেশির ভাগ পরিচালক দলের জন্য নতুন কোচ আনার প্রস্তাব করেছিল।

জুন মাসে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলার আগেই নতুন কোচ এসে যাওয়ার সম্ভাবনা আছে। প্রধান কোচ হিসেবে যোগ্যতম কাউকে পাওয়া না গেলে সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া কোন ব্যাটিং তারকাকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিতে পারে বিসিবি। তবে তা হবে স্বল্পকালীন মেয়াদে।

ক্রিকইনফোর সাথে আলাপকালের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাটিংয়ে দক্ষ কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জুন মাসের প্রথম ভাগের মধ্যেই নতুন কোচ আনার প্রক্রিয়া শেষ করতে চায় বিসিবি।

সেই সূত্র থেকেই জার্গেনসেন পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই