পথশিশুদের পাশে মুশফিকরা

‘টয়স আর ইয়রস’ – অর্থ দাঁড়ায় খেলনাগুলো তোমার; পথশিশুদের জন্য সাবেক ক্যাডেটদের একটি সামাজিক কর্মসূচি। আর এক্স ক্যাডেট ফোরাম (ইসিপি) নিয়ন্ত্রিত এই কাজে তাদের পাশে এসে দাঁড়ালেন জাতীয় দলের ক্রিকেটাররা।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পথশিশুদের জন্য প্রচারণায় নামে মুশফিক-বাহিনী। অধিনায়ক মুশফিক এই ব্যাপারে বলেন, ‘নিজের পুরনো খেলনাগুলো দিয়ে কি করবেন বুঝতে পারছেন না? এগুলো স্রেফ টয়স আর ইয়রস আর এক্স ক্যাডেট ফোরামকে নিয়ে দেন। তার গোটা দেশে ছড়িয়ে থাকা সুবিধা বঞ্চিত শিশুদের কাছে পৌঁছে দেবে।’

11822571_866806600072504_5375217491313489399_n

চাইলে যে কেউই বেসরকারী এই সংস্থাটির কাছে নিজের সন্তানের পুরনো খেলনা পাঠাতে পারেন। আর তারা এগুলো সুবিধাবঞ্চিত শিশুদের সরবরাহ করবেন। চাইলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কেউ।



মন্তব্য চালু নেই