পক্ষপাতিত্ব বরদাস্ত করা হবে না : ইসি
তিন সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারিকে নিরপেক্ষ ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, পক্ষপাতিত্ব বা নিরপেক্ষতার ব্যত্যয় ঘটলে কাউকেই ছাড় দেয়া হবে না। সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারী দেন সিইসি।
সোমবার রাজধানীর শেরে বাংলানগরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরবেন। আপনাদের নিরাপত্তায় তিন সিটিতে ৮০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই।
তিনি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদেরকে প্রফেশনালিজম বজায়ে রেখে কাজ করার আহ্বান জানান।
সিইসি বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। র্যাব-পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীও ক্যান্টনমেন্টে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে।
মন্তব্য চালু নেই