পকেটে নাই খুচরা টাকা : পাঁচ টাকার চেক দিয়ে বিল পরিশোধ

ভদ্রলোকের টয়লেট যাওয়ার বেগ পেয়েছিল বেশ। কিন্তু পকেটে খুচরা টাকা ছিল না। ছিল এইচডিএফসি ব্যাংকের চেক। কী আর করবেন, পাবলিক টয়লেট ব্যবহার করে বিল পরিশোধে পাঁচ টাকার চেক কেটে দিলেন তিনি। ভারতের মাদুরাইয়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমের খবর, গত ৮ নভেম্বর ভারতে ‘নোট বাতিল’ ইস্যুতে বিপদে পড়ে সাধারণ মানুষ। অনলাইন, পিটিএম নানা মাধ্যমে লেনদেন হচ্ছে কোনোমতে। এমনকি মন্দির, মসজিদের লেনদেনও মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমেই সম্পন্ন হচ্ছে। ব্যাংকে গচ্ছিত নিজের টাকাই পাচ্ছেন না সেখানকার জনতা। খুচরা টাকার একেবারেই আকাল চলছে সেখানে। এ অবস্থায় এমন বিচিত্র সব ঘটনার সম্মুখীন হচ্ছেন ভারতীয়রা।

পাঁচ টাকার চেক দেওয়া সেই ব্যক্তি এক সাক্ষাৎকারে বলেন, ‘ওই মুহূর্তে আমার টয়লেটে যাওয়া জরুরি ছিল। আর কদিন ধরে খুচরা টাকার এমন আকাল দাঁড়িয়েছিল যে, আমার কাছে কিছুই ছিল না। বাধ্য হয়ে পকেটে থাকা চেক কেটে টয়লেটের বিল পরিশোধ করি আমি।’



মন্তব্য চালু নেই