নয়া দম্পতি ও একটি বেরসিক ষাঁড়

ঘটনাস্থল ইংল্যান্ড। সদ্য বিয়ে করেছেন ডিয়ানে ও রেবেকা। বিয়ের অনুষ্ঠানের পর তারা ফটোশুটের জন্য দাঁড়িয়েছেন। ধীরে ধীরে এগিয়ে আসছে একটি ষাঁড়। কনের পোশাকের প্রতি তার দৃষ্টি। অথবা কনের হাতের ফুলের তোড়ার দিকে। কিছুতেই ষাঁড়টিকে সারানো যাচ্ছিল না।

ফটোগ্রাফার ছিলেন বরের বন্ধু। তিনি মজা করে ওই ষাঁড়ের সঙ্গেই বর কনের ছবি তুলেছেন। কিন্তু বেচারা বর শেষ পর্যন্ত ষাঁড়টিকে তুমুল তাড়া করে সরিয়ে দেন। পরে অবশ্য তারা ষাঁড় ছাড়াই ছবি তুলতে পারেন।



মন্তব্য চালু নেই