নয়া কমেডি ওয়ান বিগ হ্যাপি-তে উন্মুক্তা বসনা কেলি ব্রুক
আসন্ন মার্কিন কমেডি ‘ওয়ান বিগ হ্যাপি’-তে অভিনেত্রী কেলি ব্রুককে একটি দৃশ্যে নগ্ন অবস্থায় দেখা যাবে। ছবির টেলর-এ প্রকাশিত হয়েছে সেই দৃশ্য। ৩৫ বছর বয়সী কেলিকে দুহাতে তাঁর নগ্নতা ঢেকে পোজ দিতে দেখা গিয়েছে ছবিতে।
ওই দৃশ্যতে ব্রুক তাঁর সহ-অভিনেতাকে জিজ্ঞেস করছেন, ‘এই সমকামী সমাজে তাঁর কী-ই বা করার আছে? সারা জীবন প্রশংসিত হবেন এমনটাও মনে করি না আমি’।
ছবিটি প্রযোজনা করেছেন টিভি শো-এর হোস্ট এলেন ডিজেনেরেস। আগামী মার্চ মাসে মুক্তি পাবে ছবিটি। কেলি ব্রুকের পাশাপাশি ছবিতে দেখা যাবে সিটকম স্টার এলিশা কাথবার্ট, ব্রুক লায়নস্, মিসান আকুয়া।
মন্তব্য চালু নেই