নয়াপল্টন থেকে বিএনপির সহ-দফতর সম্পাদকসহ আটক ৭

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ এলাকা থেকে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

তিনি জানান, বিএনপি কার্যালয়ে সামনে থেকে তাইফুল ইসলাম টিপুকে আটক করা হয়। এছাড়া আশাপাশ থেকে আরো বেশ কয়েক জন কর্মীকে আটক করা হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম জানান, নয়াপল্টনের আশপাশ এলাকা থেকে সন্দেহভাজন গতিবিধির কারণে বিএনপি নেতা টিপুসহ ৭ জনকে আটক করা হয়েছে।



মন্তব্য চালু নেই