নৌমন্ত্রীর বিরুদ্ধে সকালে মামলা, দুপুরে খারিজ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘উন্মাদ’, ‘পাগল’ ও ‘চরিত্রহীন’ বলায় নৌপরিবহণমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল ১১টার দিকে নৌমন্ত্রীর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেনের আদালতে অ্যাডভোকেট মো. শামীম কবির চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে দায়েরের তিন ঘণ্টার মধ্যেই দুপুর ২টায় আদালত মামলাটি খারিজ করে দেন আদালত।

গত ১৯ ডিসেম্বর মাদারীপুরের সার্কিট হাউসে প্রকৌশলীদের সভায় নৌপরিবহণমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘তারেক রহমান উন্মাদ, পাগল ও চরিত্রহীন।’ তার এ বক্তব্য পরদিন দেশের জাতীয় পত্রিকাগুলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

এরই পরিপ্রেক্ষিতে তারেক ও বিএনপির সম্ভ্রমহানি ঘটায় মামলাটি দায়ের করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের যুগ্ম সম্পাদক শামীম কবির চৌধুরী।



মন্তব্য চালু নেই