নোয়াখালী হত্যা মামলার প্রধান আসামীর সাজুর বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর মাইজদীর বেগমগঞ্জ উপজেলাধীন অনন্তপুর গ্রামে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহতের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামী ছাত্রলীগ নেতা সাজুর বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে অনন্তপুরে সাজুর বাবা কুদরত উল্যাহর বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় কুদরত উল্যাহর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়।

স্থানীয়রা জানায়, হত্যার ঘটনার জের ধরে মামলার হওয়ার পর প্রধান আসামী সাজুদের বাড়িতে কেউ না থাকার সুযোগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিপক্ষের একদল বহিরাগত লোক উত্তেজিত হয়ে হামলা চালিয়ে লুটপাট করে। এরপর হামলাকারীরা বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠান আগুন লাগিয়ে দেয়।

খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ও মাইজদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ আসার খবর শুনে আগেই হামলাকারীরা সরে পড়ে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রসঙ্গত, সোমবার নোয়াখালীর জেলা শহর মাইজদীর বেগমগঞ্জ উপজেলাধীন অনন্তপুর গ্রামে ফুটবল খেলার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাজিব, ছাত্রলীগ নেতা ওয়াসিম ও ইয়াসিন সহ বিভিন্ন সময়ে ৩ জন মারা যায়।



মন্তব্য চালু নেই