নোয়াখালী ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের অভিভাবক সমন্বয়সভা অনুষ্ঠিত
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : চিকিৎসা ও সামাজিক সেবাধর্মী প্রতিষ্ঠান লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র ঠোঁট কাটা, তালু কাটা ও মুগুর পা রোগীদের অভিভাবক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নোয়াখালী মাইজদীর নিরাময় হসপিটালে অনুষ্ঠিত সমন্বয় সভায় নিরাময় হসপিটালের ভাইস-চেয়ারম্যান কামরুজ্জমান মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একই হসপিটালের পরিচালক বিশ্বেশ্বর দাস, লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের এরিয়া কো-অডিনেটর মামুনুর রশিদের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, একই ফাউন্ডেশনের ম্যানেজার মো. আবু ওসমান।
এসময় নোয়াখালী জেলার সুবিধা প্রাপ্ত শতাধিক ঠোঁট কাটা, তালু কাটা ও মুগুর পা রোগী ও রোগীদের অভিভাবকবৃন্দ উপস্থিত।
সভায় অভিভাবকদের পক্ষে মো. মাহবুবুল হাবিব ও খাদিজা নাহার সেবাধর্মী প্রতিষ্ঠান লায়ন মোখলেছুর রহমান ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি এবং প্রতিষ্ঠানটি এই সেবা কার্যক্রম অব্যাহত রাখলে সার্বিক সহযোগিতার জন্য একাত্মতা প্রকাশ করেন।
মন্তব্য চালু নেই