নোয়াখালীর সোনাইমুড়িতে ৭০০ ইয়াবাসহ নারী আটক
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পৌর এলাকা থেকে ৭০০ পিস ইয়াবা সহ নাছিমা আক্তার (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে সোনাইমুড়ি পৌরসভার বাটাইয়া এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে আটক করে। আটককৃত নাছিমা উপজেলার বাটাইয়া এলাকার বাসিন্দা। সে স্থানীয়ভাবে গোপনে ইয়াবার ব্যবসা করে আসছিল।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ উল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে পৌরসভার বাটাইয়া এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাছিমাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
মন্তব্য চালু নেই