নোয়াখালীর মাইজদী হকার্সে অগ্নিকান্ডে ১৪ দোকান পুড়ে ছাই
নোয়াখালী জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটের পশ্চিম গলিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১৪টি দোকানঘর পুড়ে গেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার মধ্যরাতের এ অগ্নিকান্ডের ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষযক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান গুলো হলো, রফিক ওয়ার্কসপ, বাদল কম্পিউটার, হাজী ষ্টোর, ঢাকা মেটাল, ঢাকা স্টীল, আরাফাত আর্ট, আরাফাত ফেস্টুন এন্ড ব্যানার, আল মদিনা টেইলার্স, ড্রেস কর্ণার, নিউ মদিনা টেইলার্স, একটি ওয়ার্ড কাজী অফিস ও বিপ্লব হোন্ডা এন্ড গ্যারেজ সহ ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ২টার দিকে মার্কেটের পশ্চিমের গলির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুনের লেলিহান দেখে ব্যসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুনে নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে ১৪টি দোকানঘর পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান জিনিসপত্র, কয়েকটি মোটরসাইকেল ও নগদ টাকা পুড়ে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবী। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য চালু নেই