নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় অটোরিকসা চালক নিহত
এম.এ.আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী পৌরসভার মাইজদী-সোনাপুর সড়কে সিএনজিচালিত অটোরিকসা ও ব্যাটারিচালিত অটোরকসার মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দিন (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকসা চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
ভোর রাতের দিকে এ দূর্ঘটনার ঘটে। নিহত নাছির উদ্দিন লক্ষীপুর জেলার মৃত আবুল কালামের ছেলে। সে পেশায় একজন সিএনজিচালিত অটোরিকসা চালক।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে মাইজদী-সোনাপুর প্রধান সড়কের নাইস গেষ্ট হাউসের সামনে মাইজদী থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চাীলত অটোরিকসার সাথে সোনাপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকসার চালক নাসির গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সকাল ১১টায় হাসপাতালে নাসিরের মৃত্যু হয়। সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর্জা মো. হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই