নোয়াখালীতে সচিবদের কর্মবিরতি, ইউপিতে অচলাবস্থা

এম.এ.আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটি ঘোষিত তিন দফা দাবিতে দুই দিনব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে নোয়াখালীতে কর্মবিরতি পালন করছে ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবরা।

এ কর্মবিরতির ফলে ইউপির প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। এতে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন বিভিন্ন ইউনিয়নের সেবা প্রত্যাশী জনগণ। সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে ইউপি সচিবরা একত্রিত হয়ে নোয়াখালী প্রেসক্লাব চত্বরে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছে।

দাবি সমূহ হলো, এক. ইউনিয়ন পরিষদের সচিবদের পদোন্নতি পূর্বক ১০ম গ্রেড স্কেলের মর্যাদা প্রদান।

দুই. বেতন, বোনাস, আনুতোষিক ল্যমগ্রান্ট, শ্রান্তি বিনোদন ভাতা সহ যাবতীয় অর্থ শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা।

তিন. ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষে পেনশন ব্যবস্থা নিশ্চিত করা।

কর্মসূচি চলাকালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নোয়াখালী শাখার সভাপতি আ ন ম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নেতা আনোয়ার হোসেন হেলাল, মো. কামাল উদ্দিন, জেলা বাপসার নেতা নুরুল আমিন, গোলাম মাওলা, সঞ্জিত রঞ্জন কর্মকার, মাসুদুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, আবদুল কাইয়ূম, মো. ইসমাঈল, মো. গফুর, মো. নাঈম, মোস্তাফিজুর রহমান, নুরুল ইসলাম, মো. হাসান, নিজাম উদ্দিন, চন্দ্র ভূষণ, সূবর্ণা আক্তার প্রমুখ।

বক্তারা দ্রুত তাদের দাবি সমূহ বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। দুই দিন ধরে ইউপি সচিবদের এ কর্মবিরতি কর্মসূচির ফলে জেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।



মন্তব্য চালু নেই