নোয়াখালীতে ম্যাটস্ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, দেশের সরকারি কমিউনিটি ক্লিনিক এবং বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মস্থলের সুযোগ দেয়া ও স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও ইন্টার্ণশীপ ভাতা প্রদান সহ চার দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে নোয়াখালী মেডিকেল সহকারী (ম্যাটস্) শিক্ষার্থীরা। তাদের দাবী মানা না হলে কেন্দ্রীয় কমিটির ডাকে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন ম্যাটস্ শিক্ষার্থীরা। রোববার সকাল ১১টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি ও নোয়াখালী ম্যাটস্’র ৩য় বর্ষের শিক্ষার্থী মো. আরএইচ রিফাত। উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও ৩য় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ দাউদুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর ইসলাম সৈকত, মহিলা বিষয়ক সম্পাদিকা হুমায়ারা নাছরিন ও নোয়াখালী বেসরকারি ম্যাটস্ এসোসিয়েশনের সভাপতি জয়দেব ভৌমিক প্রমুখ।



মন্তব্য চালু নেই