নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিষয়ক প্রেস ব্রিফিং

নোয়াখালীর দুইটি প্রথম শ্রেণীর পৌরসভা সহ ৯টি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৫ লাখ শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

২২ এপ্রিল দুপুর ১২টায় এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের নোয়াখালী জেলার কর্মপরিকল্পনা ও পরিসংখ্যান জানানো হয়েছে।

নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, কোম্পানীগঞ্জ, হাতিয়া, কবিরহাট, সোনাইমুড়ি, সূবর্ণচর সহ ৯টি উপজেলা ও নোয়াখালী পৌরসভা, চৌমুহনী পৌরসভায় এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

পুরো জেলার এ ক্যাম্পেইনে মোট ৯১টি ইউনিয়নের দুই হাজার ৮৯টি কেন্দ্রে মাধ্যমে ৬-১১ মাস বয়সের ৫০,৮৮১ জন শিশুর লক্ষমাত্রা ধরা হয়েছে। একইভাবে ১২-৫৯ মাস বয়সের ৪,৫৪,৩২৬ জন শিশুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।



মন্তব্য চালু নেই