নোয়াখালীতে বিশ্ব ফিস্টুলা দিবস পালিত

“ফিস্টুলা হোক নির্বাসিত, নারী হোক সম্মানিত” প্রতিপাদ্য বিষয়ে নোয়াখালীতে র‌্যালী ও আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব ফিস্টুলা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল চত্বর থেকে স্বাস্থ অধিদপ্তরের সহকারী পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. এবিএম আহসান উল্যাহ খানের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়ে হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে। এসময় র‌্যালীতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও নোয়াখালী মেডিকেল কলেজের কর্মকর্তাগণ, সকল ইন্টার্নি ডাক্তার, নার্সিং কর্মকর্তাগণ, নার্সিং ইনিষ্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।

পরে হাসপাতালের কনফারেন্স রুমে বিশ্ব ফিস্টুলা দিবস বিষয়ক এক আলোচনাসভায় জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এবিএম আহসান উল্যাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী মেডিকেল কলেজ স্বাধীনতা চিকিৎসক পরিষদের আহবায়ক ডা. আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. মীর হামিদুর রহমান, সাধারণ সম্পাদক ডা. হরিভূষণ সরকার। এরআগে, স্বাগত বক্তব্য রাখেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরপি ডা. ফজলে এলাহী খান। আলোচনাসভা শেষে ডিজিটাল প্রেজেন্টেশানের মাধ্যমে দিবসটির বিভিন্ন দিক তুলে ধরা হয়।



মন্তব্য চালু নেই