নোয়াখালীতে বিজয়ের প্রথম প্রহরে শহীদবেদিতে পুষ্পমাল্য অর্পণ
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : মহান বিজয় দিবসের প্রথমপ প্রহরে নোয়াখালীতে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। এসময় পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলার বিভিন্ন সরকারী-বেসরকারি কার্যালয় ও দফতর সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানও পুষ্পমাল্য অর্পণ করেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার ইলিয়াস শরীফ শ্রদ্ধা জানান। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা আ.লীগ, বিএনপি, জাতীয় পাটি, বাসদ (মার্কসবাদী), জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারি বিভিন্ন কার্যালয় ও দফতরসমূহ, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নোয়াখালী পৌরসভা, বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
মন্তব্য চালু নেই