নোয়াখালীতে বিএনপি’র সকাল-সন্ধ্যা হরতাল চলছে ॥ আটক ১৪ ॥ ইটের আঘাতে অটোরিকসা যাত্রী গুরুতর আহত

নোয়াখালীতে বিএনপি’র কর্মীদের হত্যা, ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে জেলা বিএনপি’র ডাকে রোববাররের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

এদিকে, নাশকতার অভিযোগে বিএনপি’র ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। হরতালের সমর্থনে রাতে বিএনপি’র নেতাকর্মী জেলার সোনাইমুড়ি, চাটখিল ও সেনবাগ উপজেলায় ঝটিকা মিছিল করেছে। জেলা থেকে সকালে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। রেল যোগাযোগ সিডিউল বিপর্যয়ে পড়েছে। তবে ঢাকার উদ্দেশে কিছু গাড়ী পুলিশ প্রশাসনের সহায়তায় ছেড়ে যাবে বলে পুলিশ জানিয়েছেন।

অন্যদিকে, হরতালের আগের রাত ৯টার সময় হরতাল সমর্থনকারীরা বেগমগঞ্জ-চন্দ্রগঞ্জ সড়কের বাংলাবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকসা ভাংচুর চালায়।

এসময় অটোরিকসার ভিতরে থাকা জালাল উদ্দিন নামের এক বাদাম বিক্রেতা ইটের টুকরার আঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে ডাক্তারের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।



মন্তব্য চালু নেই