নোয়াখালীতে প্রগতি লেখক সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মাননা

নোয়াখালীর প্রগতিশীল ণেখকদের সম্মাননা প্রদানের মাধ্যমে নোয়াখালীতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়া ভারতের বেসরকারি পুরষ্কার ‘জি রামচন্দ্রন-ইকেদা এ্যাওয়ার্ড’ অর্জন করায় নোয়াখালীর সোনাইমুড়ীস্থ গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমারকে সংবর্ধনা দেওয়া হয়।

৩০ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় নোয়াখালী টাউন হলে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার আহবায়ক শিরীণ আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মো. মোশাররফ হোসেন, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস’র নির্বাহী প্রধান আবদুল আউয়াল, গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টী ও জেলা সরকারি কৌসুলী কাজী মানছুরুল হক খসরু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাধব রায়, কেন্দ্রীয় প্রতিনিধি কবি ও সংবাদকর্মী হাবীব ইমন, সংবর্ধিত অতিথি রাহা নব কুমার প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের আগে রাহা নব কুমারকে উত্তরীয় ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সংগঠনের জেলা শাখার উদ্যোগে প্রকাশিত ‘লেখক’ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠান শেষে কবি ফয়জুল ইসলাম জাহান, খায়রুল ইসলাম মামুন, জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, মাহবুবা মোনা, হাবীব ইমন প্রমুখকে লেখক সম্মানা ২০১৫ দেয়া হয়।



মন্তব্য চালু নেই