নোয়াখালীতে পিকআপ ভ্যান চাপায় রিকসাচালক নিহত
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় পিকআপভ্যান চাপায় মো. ইব্রাহীম (৩৫) নামের এক ব্যাটারিচালিত রিকসাচালক নিহত হয়েছে।
শুক্রবার বিসিক শিল্পনগরী এলাকার সোনাপুর-কবিরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের লালানগর গ্রামের মনু মেম্বার বাড়ীর মৃত আলী আজমের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে রিকসাচালক ইব্রাহীম তার ব্যাটারিচালিত রিকসাটি নিয়ে বের হয়ে পশ্চিম দিকে যাচ্ছিল। পথে বিসিক শিল্পনগরী এলাকার সোনাপুর-কবিরহাট সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
মন্তব্য চালু নেই