নোয়াখালীতে দৈনিক যুগান্তর পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল বারী আলমগীরের বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী। বিকেল ৪টায় নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের মাইজদী বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ওই ওয়ার্ডের সবস্তরের স্থানীয় এলাকাবাসী। স্থানীয় ওয়ার্ডের বাসিন্দা ও উত্তর মাইজদী জামে মসজিদের সভাপতি হাজী তোফায়েল আহম্মেদ, সাবেক সভাপতি আবুল কাশেম, সমাজসেবক আবু জাহের বাকের, মাইজদী বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রুবেল, যুবলীগ নেতা আলম, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তারেকের নেতৃত্বে শতাধিক এলাকাবাসী বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা জানায়, শুক্রবার একটি জাতীয় দৈনিকে (যুগান্তর) চাঁদাবাজির একটি প্রতিবেদনে উদ্দেশ্যেমূলকভাবে নোয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল বারী আলমগীরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে। সংবাদটি প্রকাশের পূর্বে এ বিষয়ে কাউন্সিলর আলমগীরের কোনো বক্তব্য নেয়নি রিপের্টিার। তাই সংবাদ নীতিমালার পরিপন্থী এমন মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশে ওই পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এলাকাবাসী।
মন্তব্য চালু নেই